ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সদানন্দ সিংহের ছড়া 

বলুন তো কেস্‌টা


বলুন দেখি কেস্‌টা।

অধম হয়তো বিটকেলে,

কিছুটা বা গণ্ডগোলে,

তবু হাতে হাত মিলালে,

স্বপ্নপূরণ শেষটা।


দাঁড়ান দাঁড়ান একটু;

জিরিয়ে নিই মিনিট পাঁচেক।

মন্দ হয়না চায়ের কাপ-এক,

সঙ্গে যদি সন্দেশ কয়েক।

এবার স্বপ্নপূরণ, বেশ তো।


বলেন কী গো, কী আজব কথা!

স্বপ্ন গেছে বনে,

বা আনন্দনিকেতনে,

গহীন কোন কোণে!

বুঝতে পেরেছি, রোগটা হল মনোব্যথা।


বুঝেছি এবার কেস্‌টা।

ওষুধ তো আছে সারি সারি,

কোন্‌টা ছেড়ে কোন্‌টা বলি।

ডানদিক বাঁদিক ভুরি ভুরি;

তা্র চেয়ে বরং লটারিই করি।

স্বপ্নপূরণ শেষটা।


HOME

এই লেখাটা শেয়ার করুন