কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রণব বসুরায়ে কবিতা

দোহাই


হাওয়ার দোহাই দিয়ে দরজা বন্ধ করাই যায়

আমপাতা ঝোলে বিগত আমন্ত্রণের স্মারক স্বরূপ

ভেতর-বাড়ির সুরভি মিশে যায় ধুলোর গায়ে

আর ব্যস্ত রাস্তায় শহুরে নাগরিক দ্রুত হেঁটে যায়

অথচ

অন্দরের পর্দা অবিচল থাকে...দুর্যোগবিহীন---

এইসব বর্ণনা খুবই যন্ত্রণার ও হত্যাপ্রবণ

বলে

আমি হেঁটে যাই এ্যাসাইলামের দিকে---


HOME

এই লেখাটা শেয়ার করুন