কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অজিতা চৌধুরীর দুটি কবিতা

অপরাধী আমি মায়ের কাছে  


জয়নগরের শ্মশান ঘাটে শুয়ে আছেন মা

চিরনিদ্রায়, আর বেঁচে নেই

মরে গেলে মানুষ কেমন ছোটখাটো হয়ে যায়, মাও

চোখ বন্ধ, মুখের মাঝে অভিমান

মায়ের মৃত্যু, অপরাধী করে দিলো


জয়নগরের শ্মশানে জ্বলন্ত চিতা

মায়ের নশ্বর দেহ, ছাই হলো

অভিমান, রয়ে গেলো আমার মনে

তোমার অভিমান, মুছে দেবো

মা, এ যেন সংকল্প হয়



সংকল্প


জন্ম সংবাদে একটি শিহরণ থাকে


আদুল বাদুল শরীরে

গর্ভের লাল আভা

ফোলা ফোলা চোখে মায়ের উষ্ণতা

নবজাতক, একটা মানুষ

এক পূর্ণতা


HOME

এই লেখাটা শেয়ার করুন