কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

লক্ষণ বণিকের কবিতা

এরপর


শুনব বলেই ডেকে আনা। বলো তোমার কথা।

সে অনুসারে আমার ভাব ব্যক্ত হবে। বিচার-বিমর্ষ।

শেষে ঘোষিত হবে আমাদের মিলিত কর্মসূচি।


এসো, আমরা এযাবৎকালের সুখের এপাশওপাশ

নেড়ে-চেড়ে দেখি। দুঃখেরও ঘুরে আসি আগাপাশতলা।

এসো, আনন্দের ঘড়বাড়ি জরিপ শেষ করে

বেদনার চাতালের সব কোণকাছার গল্প শুনি।


নিজেদের জাহির করব বলেই না নিজেদের

মিলিত কোরাস নির্মিত পরিকাঠামোর সুললিত

পরিবেশে ধূপের মতো ছড়িয়ে দেবো।


চক্ষুষ্মানগণ স্বচক্ষে পরখ করবেন;

গন্ধের ওপর ভর রেখে জেনে নেবেন অন্ধগণ।


এরপর, এরপর

হরি, দিন তো গেলো …


HOME

এই লেখাটা শেয়ার করুন