কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কাকলি গঙ্গোপাধ্যায়ের কবিতা

নিরাময় খুঁজে


অবগাহনের কবিতা খুঁজে যখন তোলপাড় তোমার দিন-পুকুর 

আমার পথে তখনও ছিল না শিথিল কোনো বাঁক

দু-পাশের টানটান গাছগুলো একইরকম অহংকারী অন্ধকার।

থমকে দাঁড়াবার আগেই পথ আমাকে শেখায়

গতি আর গন্তব্যের সরল সমীকরণ।

সড়ক দুর্ঘটনা বাড়ছে আজকাল

কেউ দিতে পারে না আঘাতের পূর্ণ নিরাময়


পুরনো ক্ষতের দাগ মোছে না,

কোনোদিন।


HOME

এই লেখাটা শেয়ার করুন