বই
এক.
আমি কোনদিন বই পড়ি নাই
জীবন দেখিয়াছি
প্রকৃতিকে দেখেছি
মুখ খুঁজিয়াছি
দুই.
বই জীবন্ত নয়
তুমি জীবন্ত
সারা জীবন তোমাকে অনুসরণ
তিন.
এত সংক্ষেপে বলে বই
কবি লেখক বিজ্ঞানী
সব জানে নাই
নিভৃতে
জানালার পাশে এসে বসি
চার.
যাবৎ কাল এই ধরে থাকা এই বইটির
অসীম দয়ালু ওই সময়
পৃথিবীর বুকে আরো কত আয়ু খেলা করে ।
এই লেখাটা শেয়ার করুন