কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শেখর ভট্টাচার্য্যের কবিতা

স্বপ্ন


স্বপ্ন যদি বাস্তব হত

তাহলে স্বপ্নও দামী হয়ে যেত।

অর্থ যেমন সীমিত লোকের

স্বপ্নও তেমনি সংকীর্ণরূপ

ধারণ করত।

স্বপ্ন ও নিদ্রাদেবীর সম্পর্ক

গভীর, নিবিড় বলা চলে।

দিবা ভাগে দুই এর মিলন

না-কি সফল হয় না।

ভোরের দিকে উভয়ের সাহচর্য

ভাগ্যাকাশে না-কি ধ্রুবতারার ন্যায়।

যে যাই বলুক-

বাস্তবতার প্রয়োজন নেই,

স্বপ্ন দুঃস্বপ্ন না হয়ে

স্বপ্নেতেই বিভোর থাক।

স্বপ্ন ও বাস্তব বৈমাত্রেয় ভাই

নিজ স্বত্ব নিয়েই বেঁচে থাক।


HOME

এই লেখাটা শেয়ার করুন