অণুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রাধুর প্রেম
সুদীপ ঘোষাল
  

গোস্বামীবাড়ির রাধামাধবের প্রাঙ্গনে রাধু কিশোরীর প্রথম প্রেম। কোলকাতা থেকে আগত কিশোর রাজু যখন পুজোয় ব্যস্ত, ঠিক তখনই রাধু মাধবের চরণে রেখে দিলো ফুল। এই রাধামাধবের পুজোর সময় রাজু মা-বাবার সঙ্গে বাড়ি এসে পুজো করত একমনে। সে ছোটো থেকেই পুজো করতে ভালোবাসে। রাধু রাধামাধবের কাছে বর চাইলো। সে বললো, মাধব রাজুকে আমার নিজের করে দাও। মাধব বর দিলেন, রাজুর আজীবন ভালবাসা। রাজুর ভালোবাসায় রাধুর রোমকূপে শিহরণ খেলেছিলো বকুল ফুলের বাঁধানো বিছানায়। তারপর চাঁদের কলঙ্কের মতো আজীবন আলো গেলো বিবাহিত জীবনে। বিয়ে রাজুর সাথে হলো না। তবু আড়ালে আবডালে চলতো রাধুর ভালোবাসার ভিজে স্মৃতি। সময়ের গতিতে লোকে ভুলে এলো কলঙ্ক। প্রেমিক যুগল দেখলো, আলো আর আলো। রাধামাধবের আশীর্বাদ মাথায় নিয়ে ঘর ছাড়লো রাধু, রাজুকে সঙ্গে নিয়ে। এখন ট্রেনে খোল আর করতাল নিয়ে কাটে রাধু-রাজুর জীবন। তারা রসতিলক আঁকে কপালে। আর সারাদিন ভজনসাধন নিয়ে বেলা কাটে ভালোবাসার সকালবিকাল। মাধবের আশীর্বাদ সত্য হয়েছিলো রাধুর জীবনে।    

                                                                      HOME

এই লেখাটা শেয়ার করুন