দৃষ্টি ও অন্যান্য
একের পর এক— অন্ধকারের ভাঁজ সরিয়ে, একজোড়া চোখ সেদ্ধ করবো বলে, যুগ যুগ ধরে এই জন্মগত হাত; জ্বালানি কাষ্ঠের মতো শুকোচ্ছে। এসব দৃশ্য নাড়াচাড়া করতে করতে একদিন জেনে নেবো— আগুনের সব তথ্যসূত্র; এই ভেবে কতবার নিজেকে কাটাচেরা করে হেলান দিয়েছি আরাধনা রাতের দেওয়ালে। আর— ঠোঁটে
চেপে-ধরা সময়ের সিগারেট পুড়েছে নি:শব্দের তেজে।
এরপর, হেলান দেয়া দৃশ্য— ক্লান্ত হয়ে ঝুলে গেলে প্রাচীন থালায়; ফুটপাতিয় হাতেরা আগুন জ্বেলে শীত তাড়ায়।
এসব দৃশ্য দেখে আর ক্লান্ত হইনা। বরং এসব দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়া দুটো চোখ— এখন অপেক্ষা করে; আরেকটি নতুন দৃশ্যের।
এই লেখাটা শেয়ার করুন