বাঙালির বঙ্গবন্ধু
কত যুগ ধরে স্বৈরাচারের ঢেউ!
কত যুগ ধরে কফিন গুনেছে শব!
ঠিক তখনই দাঁড়িয়েছো এসে তুমি
ঠিক তখনই দাঁড়িয়েছে উৎসব
রোদের ভূমিকা বোঝেনি চরমপন্থী
আঘাতে আঘাতে বিক্ষত করে কারা?
ক্লান্ত প্রেমিক, বিদায়ের দিন এল
খুনিরা কোথায়? কোথায় গিয়েছে তারা?
বীরের কখনো মৃত্যু হয়না জানি
আমরা ভুলিনি মৃত শহীদের শোক
তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি
বাঙালি জীবনে মুক্তির কথা হোক
রক্ত সবুজে সাহস পেয়েছে জাতি
রক্ত সবুজে প্রাণ পেয়েছিল ভাষা
প্রতিবাদ ছিল চাঁদের উল্টো দিকে
বাঙালির মনে সূর্য করেছে বাসা
তারই উল্লাস মায়ের ভাষায় শিখি
তারই উল্লাস পদ্মা মেঘনা জলে
আজো বাংলায় পাখি ডাকবার আগে
স্বাধীনতা যেন মজ্জায় কথা বলে
তোমাকে জানার প্রেরণায় জাগে বোধ
তোমার ‘মুক্তি’ কোটি মানুষের কাছে
বাংলার ঘরে শেখ মুজিবুর ছিল
বাংলার ঘরে শেখ মুজিবুর আছে।
এই লেখাটা শেয়ার করুন