পাপজন্মে অনাবিল হাসি
সব শুশ্রূষা মুছে পাপজন্ম এলে
ক্লান্তি থেকে গড়িয়ে যায় ঘোলাটে সিঁদুর
শাড়ির আড়ালে সোঁদা জীবন
পিকদানি উপছে পড়ে থুতু লালা আর ঘামে
জড়তা হীন নিয়মরক্ষা
ফুল বেলপাতা শুদ্ধাচারে
শিশুটির ঘুমন্ত মুখে সরল রোদজল
চ্যাটচ্যাটে স্তনবৃন্তে ঝুলে থাকে
আঁশটে মমতার আলো
প্রতি রাতের চেনা মুখগুলি থেকে
অনাবিল শিশুর আদল ভেসে ওঠে
এই লেখাটা শেয়ার করুন