কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রদীপ মণ্ডলের কবিতা

কালপ্যাঁচা ও জলকন্যা


দিনের বেলা কি দেখতে পায় কালপ্যাঁচা

রাতে যদি কান্নাও করে কুকুর ও গরু

কী আসে যায় গরিবগোর্বার

বাউলের একতারাটা বড্ড সরু


রং রাঙাক না রাঙাক

কেক কাটলেই জন্মদিন

পাঁচালি, ব্রতকথা সিঁদুরের কৌটোয় বন্দি।

প্রতীকী সম্পর্ক হয় বেচাকেনা

সুন্দরের শ্রী সিঁথিতে আঁকে জলকন্যা।

 

পাঠভুলে যাওয়া মঞ্চসফল অভিনয়

মসনদের চিরায়ত আঁতাত

শেষপাতের এঁটো দৈ-এর মতো

নাবিককে কেউ মনে রাখে না তীরে নেমে গেলে।

গাঢ়রাত শুধু খোঁজে কালপ্যাঁচা ও জলকন্যা।


HOME

এই লেখাটা শেয়ার করুন