অপেক্ষা
নদীর পাড়ে সেই যে একটি বাড়ি,
মলাট যাতে অবাধ ভালবাসার,
এখানে কেউ প্রহর গোনে রোজই
নাও পেরিয়ে কারো ফিরে আসার।।
কারো ভারী দায় পড়েছে রোজ
মন খারাপি প্রহরগুলি বোনার,
মাটি জুড়ে নামিয়ে বটের ঝুরি
সারেঙ্গিটি বাজাতে আনমনার।।
তোর বা আমার সবার জমি জুড়েই
এমনি একটা দালানবাড়ি আছে,
এমনি কিছু পাখির খুঁজে রোজ,
দরজা জানলা অপেক্ষাতেই বাঁচে।।
স্বভাব যদি বাউলিয়া তার
কেমনটি সেই বাড়ির ধরন,
আর,
কার জন্য সাজাবে সে ঘর,
যদি, ডানা দুটি খেই হারানো ডিঙি
আর বুকের ভেতর ধু-ধু বালুর চর।।
ধর, যদি আজ সত্যি ফেরে পাখি,
ঠাঁই দিতে কি পারবি নিজের ঘরে,
সেই দালানে স্থানের আকাল যদি,
না হয় একটা বাবুইপাখির বাসাই
তার জন্য বানিয়ে রাখিস উদাসী অন্তরে।।
এই লেখাটা শেয়ার করুন