বিকেলের কবিতা
বিকেলের গল্প বসেছে নদীর সাদা চরের ওপর।
বাঁশবাগানের মাথায়
লাল টিপ।
হাটুরেদের পায়ে পায়ে
লাভ-ক্ষতির হিসেব…
এসব ডিঙিয়ে
মাঝ আকাশে উড়তে উড়তে
ঘরে ফেরে আমার
দোয়েল কোয়েল।
বৃদ্ধাশ্রম
শব্দটা মনে পড়লেই বুকের ভেতরের আকাশটা
কেমন যেন ভারী হয়ে আসে।
উঠোনের কোণে চুপ দাঁড়িয়ে থাকা
পরজীবী গাছটাকে দেখে
মনে পড়ে শৈশবের আনন্দ হৃদ।
বাবার হাত ধরে প্রথম বইমেলা
অথবা স্কুল থেকে ফিরতে দেরি হলে
রাস্তায় দাঁড়িয়ে থাকা মায়ের ছলছলে চোখ…
শব্দটা মনে পড়লেই আমার সময়
শৈশব হয়ে মায়ের কোল চায়।
এই লেখাটা শেয়ার করুন