কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দেবীস্মিতা দেবের কবিতা

লজ্জা


অনেক মানুষ আছে যাদের পকেটে নেই টাকা

ছেঁড়া কাপড় গায়ে দিয়েই

দিচ্ছে লজ্জা ঢাকা।


কিছু মানুষ এমনও হয় লজ্জা শরম নাই

পয়সা দিয়ে তাই তো কেনে

ছেঁড়া জিন্স-টাই।


হাল ফ্যাশনের বেহাল দেখে ভাবছি মনে হায়!

আধুনিক তো তারাই – যাদের,

কম কাপড় গায়।


সবার চেয়ে মডার্ন তবে সব-হারাদের দল

যাদের শুধু এক কাপড়ই

সোনালি সম্বল।


আদিম যুগেই যাচ্ছি ফিরে, মনেতে নেই শঙ্কা।

জানিয়ে দিতে সবাইকে তা

পেটা ঢেঁড়া ডঙ্কা।


HOME

এই লেখাটা শেয়ার করুন