কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দিলীপ দাসের কবিতা

এই যে উত্থান


আপনি দুদ্দার চড়াই উঠছিলেন।

এসময় পেছনে ডাকতে নেই।

যদি উৎরাই হতো, ডেকে

জিজ্ঞেস করা যেত, ঠিকঠাক

নামতে পারবেন তো?


এই যে ওঠা, ক্রমেই ওঠা,

সোজা পথে বাঁকা পথে শুধুই উত্থান

এরই নাম প্রমোশন?


প্রমোশন-প্রিয় মানুষের ভিড়ে

জীবনের আকাশ ক্রমে ডেকে যাচ্ছে নাকি।

উঠতে গিয়ে আমরা আরো নেমে যাচ্ছি না তো।


HOME

এই লেখাটা শেয়ার করুন