কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

তমা বর্মণের কবিতা

ঠগ


কাল্পনিক আকাশে গর্জন বর্ষণশেষ

স্যাঁতসেঁতে নেতানো ঘুমে পুরো বৃষ্টি পার!

আর যাইহোক, কবিতার ধর্ম নয়


স্বর্ণকমল আচার্য আমার নাম রেখেছিল কবিতা!

ভেজা ভেজা আগুনে জ্বলতে জানি


এই আমার গা দিয়ে পীতবর্ণ যে ঝড় দেখতে পাচ্ছ বালির মত তা আসলে তোমার লজ্জা,

ঢেকে যাচ্ছে আমার পা যার নগ্নতা নিয়ে তুমি

উপন্যাসধর্মী কবিতা লিখতে চাইছিলে। পারনি।


HOME

এই লেখাটা শেয়ার করুন