কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সন্‌জিৎ বণিকের কবিতা

মন্ত্র


মন্ত্রবলে বেঁচে আছি – করছে বলাবলি,

সময় খেয়ে সময় বাঁচাই অন্ধ গ্রন্থাবলি;

বিবেকরা সব তোতাপাখি

বসে না গাছের ডালে,

প্রজাপতি শুধু হাওয়ায় উড়ে রঙিন আশেপাশে

সারাদিন মৌয়ের খুঁজে খুশির ভেলায় দোলে।


নদীনালায় চষে বেড়ায় মৎস শিকারি,

গলাজলে ডুবে খোঁজে মাছের গেরস্থালি;

জলের ’পরে গাছের ডালা এসব দৃশ্যে মজে,

এসব দৃশ্য গ্রামীণ শিল্পে জ্বলন্ত সব ছবি।

চোখের ভেতর পুরে রেখে হাওয়ায় বেড়ান কবি।


মন্ত্রবলে বেঁচে আছি,

তোমরা যে যাই বলো,

ভালবাসা এমন খেয়াল স্বপ্ন বুকেই ভাসি।


HOME

এই লেখাটা শেয়ার করুন