কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সদানন্দ সিংহের কবিতা

পাশব


কাল তবু বাতাস ছিলো, গান ছিলো

স্কেচ কতো – আহা।

এমন সময়

কোনো এক দুষ্ট জাদুকর এসে অমনি বললেই হলো,

                            ফুলগুলি হারিয়ে যাক


আমি ছবি আঁকি নিজের রক্তে, আমি নিশ্চিত জানি

হিংস্র চিৎকার, আর্তনাদ, হাসপাতাল, অস্থায়ী শিবির

সব কিছু শান্ত হলে মানুষ বুঝতে শিখবে

                           পশুত্বে বিচারবোধ নেই


সারিবাঁধা গুহামানবেরা তখন গুহার দেয়ালে পুনরায়

                          নিজেদের গুহাচিত্র আঁকবে


HOME

এই লেখাটা শেয়ার করুন