ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রফিক উদ্দিন লস্করের ছড়া 

বদলে দেবো


আয় চলে আয় ছেলে মেয়ে

ফুল বাগানে যাবো,

হরেক রকম ফুল ফুটেছে

সেথায় গেলে পাবো।


সবুজ বাগে সকালবেলা

শিশির বসে আছে,

প্রজাপতি পাখনা মেলে

আনন্দেতে নাচে।


জাগবে এবার ঘুমন্তরা

আকাশ ভরা তারা,

তোর পরশে ধন্য হোক

অনাথ শিশু যারা।


সৃষ্টি করবো মহৎ কিছু

মন্দটা যে কালো,

মুছে দেবো খারাপটাকে

দিয়ে রবির আলো।


HOME

এই লেখাটা শেয়ার করুন