মার্ডার কেস
এই ঝড়-জল-বৃষ্টির রাতে
আপনি কাকে খুঁজতে বেড়িয়েছেন, অফিসার?
কে অপরাধী, আর কে অপরাধী নয় -
এ প্রশ্ন আবহমানের, প্রশ্নের জবাব জানেনা কেউ
বাইপাসের যে অংশটি চিররহস্যময়
আজ সেখানে ঘোরাফেরা করছে আপনার জিপ
সামনে সমস্ত চরাচর ঢেকে গেছে প্রলয়ের গানে
ঝাপসা আলোয় ভেসে যাওয়া এই অদ্ভুত শহরে
আপনি কাকে খুঁজতে বেড়িয়েছেন আজ?
রাজারহাটের নিঃশব্দ বহুতল যেন এক আততায়ী হাওয়ায় সওয়ার
দু-একটা ছিনতাইবাজ, পেটি ক্রিমিনাল আজ ধরা পড়লেও পড়তে পারে
তা ছাড়া, বিধাননগর কমিশনারেটের কাছে খবর আছে -
আজ রাতে খুন হবে সিঙগিং বারের মোনালিসা
এই ঝড়-জল-দুর্যোগে তাই আপনিও বেড়িয়েছেন আঁটঘাট বেঁধে
ডিউটিতে ফাঁকি দেননি কখনো, আপনার প্রমোশন হোক…
তবু অফিসার, যে ছেলেটি টলমল পায়ে
কবেকার বাইপাসে হেঁটে যায় একা
যার কোথাও ফেরার নেই, হাজার মাইল বেগে
যাকে ফলো করে চলেছে পুরোনো মুখের কোলাজ
যাকে আজও ধাওয়া করে
কুর্গের কফিবাগানে ফেলে আসা এক জুন মাস
যার চোখে অবিশ্বাস, আর ঠোঁটে তার ঘাতকের নাম -
তার জন্যে আজ এই বৃষ্টির রাতে, আপনি কি পারবেন
এই সরল মার্ডার কেস সল্ভ করে দিতে?
এই লেখাটা শেয়ার করুন