কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কল্যাণব্রত চক্রবর্তীর কবিতা

আরো সহিষ্ণু হতে চাই


আজ বেলা পাঁচটার ভেতর জেলাশাসকের অফিসে গিয়ে দেখা

করা চাই। না হলে নোটিশ হবে।


আমি যাইনি, আমার কোনো উন্মাদনা নেই,

সন্ধেবেলা দেখি রঙ্গলাল দারোগা মলিন গোলাপসহ একটি

করে অভিধান কৃতী ছাত্রদের হাতে তুলে দিচ্ছে, গানের নামে

যা হল শিশুদের সমবেত কোলাহল শুধু। টানটান শামিয়ানা

টাঙিয়ে, সম্ভাষণে বিনয়ের কথা ছাড়া কিছুই বলি না;


স্বভাববশত কিছু বে-সামাল কথা তবু বলা হয়ে যায়,

শ্রোতারা অবাক হয়ে বসে থাকে, সড়কের পাশে গাড়ি থামিয়ে

টিঙ্কু বিশ্বাস সন্তর্পণে হেঁটে আসে, বাদামি খামের ভেতর

                                    চিঠি রেখে যায়।


আগের মতোই আমি স্রোতের আড়ালে, মহাসড়ক ধরে

এ্যাম্বুলেন্স চলে যায় পরিচিত সঙ্কেত বাজিয়ে,

আমি আরো সহিষ্ণু হতে চাই, কেবল মনের ভুলে

অসুখী জলের কাছে তোমাদের বারণ করেছি।


HOME

এই লেখাটা শেয়ার করুন