সমীরণ
সমীরণ মাতাল হয়ে ঘুরছে চারদিক
পা দোলে হাত দোলে মাথা দোলে দশদিক;
দিগন্ত চিনেছে সে রাস্তা জুড়ে বাজিমাত,
চলন্ত গাড়ির গতি থমকে দু’দিকেই কাত!
জ্যামের গপ্পো যখন করছে সবাই,
চ্যাঁচামেচি করছে দেখি ঐযে মাতাল ভাই।
ছিলনা ট্রাফিকপুলিশ একা একা সে,
ভিড়ের যানবাহন মাঝে দেখি সমীরণ যে;
বড্ড মাতাল বেহেড মাতাল স্বপ্নে বিভীষণ
ট্রাফিক সেজে সিগন্যাল নিয়ে ব্যস্ত কিছুক্ষণ।
ধীরে ধীরে গতিশীল যান, নিমেষে রাস্তা ফাঁকা;
মাতাল সমীরণ হাঁটে আবার, রাস্তা আঁকাবাঁকা।
এই লেখাটা শেয়ার করুন