কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

চিরশ্রী দেবনাথের কবিতা

ঈদ-উল-ফিতর


নদীর সঙ্গে মিশছে চাঁদের ছায়া, ঢালু শবনমী অন্ধকার

মাহে রমজান রেখেছে দুয়ারে আজনবী রুবায়েৎ

ঈদ-উল-ফিতর ইয়ে জান তো ফকির হ্যায়

থোরি ধূপ ওর রঙ ফরমাও

গুলাল উড়ুক অন্তরে

আকাশে যখন প্রচুর মেঘ, ভাসছে শহর ও গ্রাম

উষ্ণ দেশের শুকনো ফলে বইছে তবু সুর্মা ঘেরা কিশোরী মুখ

পৃথিবী ছেয়ে নামছে যেন আলোর গজল, জন্নতের নতুন সুখ


হৃদয়দেশের গরীব শায়ের লিখছে তখন খাতায়

শান্ত বালির নীরব পথে তার দুচোখ ভারী, দূরাগত জ্যোৎস্নায়

প্রিয়ার মেহেন্দী বুঝে নিতে অনেক অভিমান

   আরো হাজার রমজান বাকি

হে আজম মুঝে সালাত তো ফরমাও

বাকি সব দেখবো আমি, শুরুয়া রাখছি পাত্র ভরে

দিয়েছি তাতে চেরীর কুচি... নীল আমিন

ঈদু্জ্জোহা দীন রেখো এই মাজহার

লাল রেশমে যে সেজেছে হঠাৎ

দরবেশের ঐ ঝোলায় আমার একটি দুটো ইমান থাক

হোক না এ মুহূর্তে নতুন মিলাদ, চলুক ছুড়ির গহীন ফরমান


HOME

এই লেখাটা শেয়ার করুন