কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

রামেশ্বর ভট্টাচার্যের কবিতা

দরজা খুললেই


দরজা খুললেই আলো ছড়িয়ে যাবে

মাটিতে, অন্ধকারে

বারান্দায় এসে দাঁড়ালে তুমি

কে কাকে দেখে, চাঁদের শরীরে এখন

মেঘের ভারি চাদর, নকশী কাঁথা

সরিয়ে নিলে যেভাবে তোমার

নিরাভরণ অহঙ্কার ঝরে পড়ে


গলিপথের আঁধারে হারিয়ে গেলে

তার ছায়া পড়ে থাকে

কামরাঙা গাছের তলায়


কামরাঙা গাছটি ফুলে-ফেঁপে

এমন বেয়াড়া, ঠোঁটে চেপে

ধরলেই টকে যাচ্ছে সব দাঁত


আজকাল তোমার কথা মনে এলে

মাছরাঙা পাখির

       চিত্রকল্প মনে আসে।


HOME

এই লেখাটা শেয়ার করুন