প্রত্ন-কথা
ফিরে যাও শতভিষা, স্বাতী, অরুন্ধতী
একা মানুষের জন্যে এ আকাশে
অন্ধকার ভালো
মেঘ নেই বৃষ্টি নেই
তবু যদি বিদ্যুৎ চমকালো
জলের গোপন লজ্জা
শালুকের লাল রঙে ঢাকি
একা মৃদু অনাদরে
এইখানে পাশাপাশি
আমি আর জলপিপি পাখি
স্মৃতি শুধু সঙ্গে থাকে আমাদের
বাকি সব ফিকে হয়ে গেলে
মায়াজলে মায়া নৌকো ঠেলে
মেঘের প্রপাত চাই
হৃদয়ের ফুটিফাটা মাঠে
যেখানে এখনো শুধু
শস্যের প্রস্তাবে দিন কাটে।
এই লেখাটা শেয়ার করুন