কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কিশলয় গুপ্তের কবিতা

রাজকুমার


ঘর কোথায়! চলন্ত রাস্তা মেপে বুকে-

সরীসৃপ ইন্দ্রজাল দাঁতে কেটে হাঁটে

চার খুঁটি ছায়াস্থান জুড়ে শ্মশানী ভবঘুরে


ধুলো মাটি মাখা মেরুদন্ডে পাখসাট

ঘাসে ঘাসে মোহময় পদচিহ্ন আঁকা


দু'শো ছয়খানা হাড়ে বসন্তের ডান্ডিয়া


মালাচন্দন নয় – কণ্ঠিবদল নিপাতে

মাধুকরী নাচে অনন্ত জলকেলির গভীরে

এতটা আকাশ করতালুময়, ঘর কোথায়


চার খুঁটি ছায়াস্থান আলোকিত নজরে...


HOME

এই লেখাটা শেয়ার করুন