কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

স্বপন রায়ের দুটি কবিতা

জল


কে আমি

চৌমাথায় জিও জিও

আমি কে

জকির টাকরায় বাঁধা বিন তেরে

আসে আসে

লা এর পরে ল্যা এর পরে গানটুকরো চাঁদ

কি মিছিল দূরের

কে

কারা জল নিয়ে গেল ড্রইংরুমে

শোয়ালো

আমি চাঁদের টাইভাঙা গোল দেখলাম

কে দিল

জল খসরু হয়ে গেল, খসরু আমীর



চলে যাওয়া


পাতা যেভাবে আর গাছ যেদিকে

ছায়া থেকে হারিয়ে গেছে বাজি ধরার দিন

পাতা পড়লো

গাছ দেখে দেখে দাঁড়িয়ে থাকলো ব’লে

খুব ভাল স্টু হয় ওই নিচে, ছায়াকে মনে হয় লেগে থাকা

                         আমি আজ বেঁচে আছি, বাজি?

আমি কাল থাকবোনা, কেউ আছে, রোগামত, সরু গোঁফের কেউ?


গাছ যেভাবে আর পাতা যেদিকে

দাঁড়ানো আর পড়ার মাঝখানে ঝিলিক, কিরণ, ফেরিওলা মেঘ

কড়া টোস্টে স্টু

মিসড কল

যেদিকে আর যেভাবে ছায়া ফুরোবার হা হা

গাছ আগে ছায়া পরেই চলে গেল


স্বাদ চলে গেল আমাদের...


HOME

এই লেখাটা শেয়ার করুন