কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতা

সৈকতে


মায়াজাল ছিঁড়ে পালিয়ে গিয়েছিল যারা

তারাও আজ নোঙর গেড়েছে এ সমদ্র সৈকতে

সুনিবিড় ঝাউবনে মহুয়া মাতাল

জোনাকি নির্জন দুটি ফুল

আর শুধু ঢেউয়ের গর্জন


প্রেম আর বিচ্ছেদের মাঝে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছেদের নিচে

প্রতিদিন হাতবদল হয় একটি গোলাপ

যার অগণিত পাপড়ি নিচে হারিয়ে যাওয়া মুখ

প্রবল বর্ষণে ভেঙে দেয় আরব সাগরের উত্তাল ঢেউ।


HOME

এই লেখাটা শেয়ার করুন