কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুব্রত দেবের কবিতা

ভবিতব্য


ছোটোবেলায় সিঁড়ি ভাঙা অঙ্ক করতে দিলে

আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত একেক সময়।

এত কষ্ট করে কী হবে,

ফল ত সেই এক কিংবা শূন্য।


এখনো সিঁড়ি ভাঙি আমি।

সিঁড়ির পর সিঁড়ির পর সিঁড়ি

আমাকে ভাংতে হয় রোজই

তবু একটা ভয় আমাকে কুরে-কুরে খায় সব সময়,

আবারো সেই শূন্যেরই মুখোমুখি

হতে হবে না ত ?

অথচ আমরা সবাই জানি,

শূন্যই আমাদের শেষ ভবিতব্য


HOME

এই লেখাটা শেয়ার করুন