কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুদীপ্ত বিশ্বাসের কবিতা

আয় সুখ আয়


আয় সুখ আয় তোকে ছুঁয়ে বেঁচে থাকি

যেভাবে রাতকে ছোঁয় রাতচরা পাখি

যেভাবে মাটিকে ছোঁয় জোছনার আলো

যেভাবে কালিকে ছোঁয় কাজলের কালো

যেভাবে প্রেমিক ছেলে প্রেমিকাকে রাতে

ছুঁয়ে থাকে সাবধানে, হাত রাখে হাতে

যেভাবে পক্ষীমাতা ডিম রাখে বুকে

সেভাবে আগলে তোকে বেঁচে থাকি সুখে।


যেভাবে পদ্মপাতা মুছে ফেলে জল

সেভাবেই তুই কেন চলে যাস বল?


আয় সুখ আয় তোকে ছুঁয়ে বেঁচে থাকি

নরম আদরে তোকে আয় ধরে রাখি।


HOME

এই লেখাটা শেয়ার করুন