কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দিশারী মুখোপাধ্যায়ের দুটি কবিতা

জল একটি দাহ্য পদার্থ


আচ্ছা ঠিক আছে

আপনি যখন বলেছেন জলে আগুন জ্বালাতে হবে

তাই হবে

তার আগে আপনি নিজেকে জলের দ্রাব্য ক'রে হাজির করুন

ততক্ষণে আমি জলের বুকের মধ্যে ঢুকে

তার স্বপ্নের প্রিয় স্বপ্ন কী তা জেনে নেওয়ার চেষ্টা করি


এখন আমি পার্থসারথির সঙ্গে দেখা ক'রে

বুঝে আসি কৃষ্ণগহ্বরের ভেতর -- অনেকটা ভেতরে

কে কিভাবে কিজন্যই বা আত্মগোপন ক'রে আছে

আপনারা হয়তো অনেকেই জানেন না

স্বয়ং পার্থসারথিও কবিতা লিখতেন

আর সেই কবিতার নৈসর্গিক ক্ষমতার জোরেই

কুরুক্ষেত্রের যাবতীয় চরিত্রগুলো আজও বেঁচেবর্তে রয়েছে

আমাদের মধ্যেই

সুতরাং পার্থসারথি নিজেই জেনে থাকবেন জলের ম্যাজিক-রিয়েলিজম কী

তিনি তো নিশ্চয়ই দেখে থাকবেন আঠারো দিনের রক্ত কে ধুয়েছিল


এতক্ষণে নিশ্চয়ই আপনি আপনার মহড়া সম্পূর্ণ করেছেন

চলুন এবার জলে নামি

আমি নিশ্চিত আমাদের সল্টেড ভালবাসার গন্ধে জল জ্ব'লে উঠবে দাউ দাউ



জঞ্জাল


যদি বলতেই না পারি

যদি বোঝাতেই না পারি

তাহলে অকারণ শব্দগুলোকে ক্লিষ্ট করবো কেন

বোবা থাকা ভালো


যদি শুনতেই না পারি

যদি বুঝতেই না পারি

তাহলে অকারণ শব্দগুলোকে দুষ্ট বলবো কেন

বধির হওয়া ভালো


হরতন এঁকে উঠতে হিমশিম

শরীর ও স্বপ্নে শুধু হরতাল

কেউ কি আগুন দিতে পারো

জঞ্জাল অসহ্য দারুণ


HOME

এই লেখাটা শেয়ার করুন