পশুও নয়
মানুষের বিপদে মানুষই একমাত্র ভরসা
মানুষের ধর্ম যে মানবতা,
পশুর বিপদে পশুদের ঘেউ ঘেউ
শুঁকে শুঁকে নির্দেশ পরামর্শ
কিংবা অক্ষমতা জানিয়ে প্রস্থান।
একটি অসহায় মেয়ে প্রকাশ্যে ধর্ষিতা
বাঁচাবার কেউ নেই
কোনো মানুষ বাঁচাতে আসেনি
পশুর মতো শুঁকেও যায়নি কেউ
ঈশ্বর থেকেও নেই
কেবল মানুষের হৃদয়ে, মনে আর মুখে।
জনাকীর্ণ স্টেশনে এত যে ভিড়ে গিজগিজ
এরা কারা?
এরা মানুষ নয় পশুও নয়
তবে এরা আসলে কে?
এরাই বহুচর্চিত নরকের গুবরেকীট।
এই লেখাটা শেয়ার করুন