মেঘের ফাটলে
কোথাও যাব ভেবে এখন আর বাইরে বেরোই না।
আঁকাবাঁকা দুর্বিনীত কিছু পথ সাথে চলে।
কাজুবাদামের গাছগুলো ছিন্নমূল চেয়ে থাকে
ঘোলাটে আকাশের দিকে। কেউ দু-দণ্ড জিরোয় না,
চাকার আবর্তে সবাই পথিক। এপাশ থেকে ওপাশে।
মাঝে মাঝে গাঙচিল নেমে এলে, ছায়া পড়ে।
বনান্তরের চাপা নাদে
বৃক্ষরূপী অচেনা পাখিরা ডানা ঝাপটায়।
ছড়ার অলিগলি বেয়ে
সেকথা কোথাও পৌঁছোয়। আমার মতো অনেকেই কান রাখে
দরজায়। আহত মানুষের
চটির শব্দ ভাসে
মেঘের ফাটলে।
এই লেখাটা শেয়ার করুন