কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা

কাব্যগন্ধ


নিজের মতো একাকার শব্দ চুঁইয়ে পড়ছে

তোমার ভেতর,

জানালা খুলে রোজ খোঁজ নেই অতর্কিতে।

তেপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে অজস্র উঁকিঝুঁকি হাওয়া,

নিয়মিত উনুন ছোঁয়া শব্দেরা কড়া নাড়ে।

ক্ষয়িষ্ণু বিকেলের স্তন মিশে যাচ্ছে অন্ধকারের পীঠ,

মাতৃত্ব শাঁখা সিঁদুর রূপকথায় ভিজে কাব্যভাঁজ ছিঁড়ে।


দুবেলা হাতভরা কবিতা তুলে আনি

পাশাপাশি তোমার গার্হস্থ্য আশ্রম,

অন্তরালে আমাদেরও দেখা হবে

স্তব্ধতায় জন্ম নেবে আলিঙ্গন মাখা কোলাজ প্রচ্ছদ।


HOME

এই লেখাটা শেয়ার করুন