কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ইন্দ্রনীল সেনগুপ্তের কবিতা

সখা


আর্তজলে ঘূর্ণি ওঠে, মেঘ ভেসে যায় দূরে;

সখা তুমি জেগে ওঠো ভূমধ্যসাগরে-

জল ভেসে যায় জলের তোড়ে,

তৃষ্ণা ঠোঁটে চোখে-

সখা আমি তপ্ত অতি নিদাঘনিগ্রহে।


সখা তুমি শীতল বারি শান্তছায়া অনন্ত গাছপালা;

তোমার জন্য আমার পূজা একাগ্র মন্দিরে।


তুমি এলে লিখব নাম আকাশ ক্যানভাসে,

তোমার জন্য নরম মোম মেখেছি আঙুলে-।


HOME

এই লেখাটা শেয়ার করুন