কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

চৈতন্য ফকিরের কবিতা

আসন্ন ঝড়


আসন্ন ঝড়ের পূর্বাভাস পেয়ে ভোরের পাখিরডাক

আর্ত চিৎকার শোনায়।

পাখির বাসা সব সময় বিপদসঙ্কুল।

ঝড়ের দাপটে ঝুলে থাকা খড়গ

ঘূর্ণায়মান পেন্ডুলাম লাগে।


উপত্যকা জুড়ে গভীর অন্ধকার

গাছসহ পাখিরবাসা দুলছে।

পাখির চিৎকার স্তব্ধ। ভেতরের আতঙ্কে

সকালটাই সকাল হয়ে আসেনি।

এত অন্ধকার এতই দুঃস্বপ্ন পাখিরা না জেনেই গড়ে নিজের বাসা।

হাওয়ায় নীড় দুললে আনন্দে পাখিরা গান গায়।

সকালের ঝড় এসে সূর্যের আলো গিলে নিলো।

এমন কী সকাল হয়?

পাখিরা গান না গাইলে সকাল সকাল হয় না।

পাখিরা কিচিরমিচির ডাকলেই

সকাল সকাল লাগে।

আসন্ন ঝড় পাখিরগান কেড়ে নিলে সমূহ বিপদ সামনে তারই পূর্বাভাস

সকাল হলেও অন্ধকার আরো ঘাঢ়রূপ নিয়ে জানলা চেপে আছে।


HOME

এই লেখাটা শেয়ার করুন