বিপদ
বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তোমায় চাওয়া
কতদিন আদরের পাড় ভেঙে নৌকা বায় নি কেউ
অস্পৃষ্ট জমিসেচে বরষার ফাল মুঠো মুঠো মাটি নোনা কাদা
গাল কান লতি বেয়ে চিবুকে উজ্জ্বয়িনী অজন্তা ইলোরা
ভিক্ষাপাত্র হাতে কবেকার ধ্যানভাঙা চিতা রক্তের গন্ধ বাসনায়
পাগল পাগল কামরাঙা কামড়ে রসে রসে ভরে ফেলে কোরক
আগুনে কাঠ ফেলো দয়াল জল গঙ্গামাটি তিল তুলসী
তুলে নাও এরপর তুলে নাও এত আদরের পর স্রেফ বাঁচাই যায় না
এই লেখাটা শেয়ার করুন