কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুবীর ঘোষের দুটি কবিতা

বৃষ্টিপান


আষাঢ় মনে হচ্ছে বহুদূর -- বহু যুগের ওপার।

সূর্যের সঙ্গে চোখের লড়াই চলছে

শিকারী হারে না শিকার বেঁচে যায়।


অন্য বছর তো এ সময় দু'একটা দূত আসে

দেখে শুনে চলে যায়।

এবার কী হল!


শৈশবের কত কিছু চুরি গেছে--

কবিতার খাতা লাল নীল পেন্সিল সিকি আধুলি

পাত থেকে লবঙ্গলতিকা

আর কালো দৈত্যের মতো সেই আষাঢ়

বারণ না মেনে লুকিয়ে লুকিয়ে বৃষ্টিপান।




সুবিচার


বলতে চাই তো অনেক কথা

কিন্তু শোনার কেউ নেই।

এই রোগশরীর চেপে বন্ধ রেখে

রেলস্টেশনে এসে দাঁড়ালাম

ট্রেন চলে গেল

ভিড় ঠেলে উঠতেই পারলাম না।


এখন মনে হয় সেই অসামাজিক সম্পর্কটি

করে নিলেই ভালো হত

তাতে সুবিচারের সুযোগ থাকত, তুলনারও।

বলা যেত -- আকাশ ভাঙছো ভাঙো

ঐ আকাশই এক টুকরো ঢুকিয়ে দেব

তোমার দরজায়।


HOME

এই লেখাটা শেয়ার করুন