কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

যুগান্তর মিত্রের কবিতা

দুখজাগানিয়া গান


আগুন-ঝরা সকাল এবং শিমুল-ঝরা সন্ধ্যা,

বৃষ্টি নিয়ে দুহাত ভরে সাজছে মৎস্যগন্ধ্যা।

এসব যাদের নিত্যদিনের স্বপ্নে-বোনা ধান,

তাদের জন্য আকাশজোড়া নীরব অভিমান।


অভিমানের পাহাড় থেকে নামছে ঝরনাধারা।

তারই মধ্যে স্মিতহাস্যে তোমারই আস্কারা,

আমার জন্য ধুলো ছড়ায়, কালো ছড়ায় খুবই,

হারিয়ে যাচ্ছে দূরদূরান্তে আমার যত দাবি।


দাবিতে আনন্দ মেশে তাদের জন্য রোজই,

অন্ধকারের উৎসে যাদের আলোরঙের ছবি

লুটোপুটি খাচ্ছে কেবল সকাল থেকে রাত্রি।

তাদের দিচ্ছ স্বান্তনা আর গোলাপ-ভুবনযাত্রী।


যাত্রী যত এগিয়ে যায় আলোর আশা বুকে

চেপে ধরে, হেঁটেই চলে ক্রমশ সম্মুখে।

আমিই শুধু একলা পথিক তোমায় নিচ্ছি চিনে,

চুপটি করে দুঃখ লুকোই নিজস্ব আস্তিনে।


HOME

এই লেখাটা শেয়ার করুন