পদ্ধতি
যা কিছু অসম্ভব তোমাকে দিই
যেটুকু আমার অর্জন
যে পথ পেরিয়ে এসে তোমায় মনে পড়ে
বুকের ভেতর রাখি।
আমার হাত নেই পা নেই
তোমার দেহের কাছে আমি হাঁটু ভেঙে বসতে পারিনা
হাত জোর করার সাধ্যও নেই।
পূজার মত প্রেম আমার আর হলোনা...
আমার অহং
আমার হিসেব
তোমার স্পর্শ আর দূরত্বের মাঝে
যেসকল ব্যথা আর আঘাতের ক্রম শেষ হয়
তাদের অভাব শূন্যের দিকে বাজে
আমি তার প্রস্থানবিন্দু আঁকি।
এই লেখাটা শেয়ার করুন