অণুগল্প

সম্প্রতিপ ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ভবিষ্যতের যোগ্যতা
দীপঙ্কর বেরা  

প্রভাস মাসে দুবার গ্রামের বাড়িতে যায়। শনি-রবিবার থাকে, সোমবার সকালে চলে আসে।
এর ওর ঘরে যায়। আড্ডা মারে। এই গ্রামে খুব বেশি চাকুরে নেই। তাছাড়া মণিদা, বিলাস জ্যেঠু, নরেশ, পরিতোষ এরা গ্রামের আশেপাশে চাকরি করে। বাড়ি থেকে যাতায়াত করে।
তাই তাদের তুলনায় প্রভাস একটু বেশি মর্যাদা পায়।
প্রভাসের সঙ্গে পড়ত রকি। রকির সাথে প্রভাসের বেশি ভাব।
আজ এগারোটা নাগাদ গ্রামে ফিরেছে প্রভাস। পাশ দিয়ে চলে যাচ্ছিল নরেশ।
প্রভাস জিজ্ঞেস করল – অফিস চললে?
-- হ্যাঁ ভাই। তোমার মত তো আমাদের শনিবার ছুটি নয়। তুমি কি আজ এলে? ক'দিন থাকবে তো?
প্রভাসের পাশে দাঁড়িয়ে ছিল রকি।
নরেশ চলে যাওয়ার পরে বলল – তুই ভালো পড়াশুনা করেছিস। চাকরি করছিস ভালো কথা। কিন্তু ওই বেটা নরেশ ক লিখতে বললে গ লিখে সেও চাকরি করছে। ভাবা যায়? আর আমরা?
দেশ দশ নিয়ে রকি আরও কি সব বলছে। আর প্রভাস রকির দিকে হাঁ করে তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ দেখতে লাগল।
                                                                                                                                     HOME

এই লেখাটা শেয়ার করুন