তুমি আকাশ নও
তুমি আকাশ নও
তবু তোমার মধ্যে একটা নিজস্ব নীল রঙ আছে।
ক্যাটকেটে লাল শাড়িতেও সেটা বেশ বোঝা যায়।
যেখানে তুমি আনন্দের সাথে মেশো সেখানে তুমি ভোরের অরণ্যের মতই ভিজে
কষ্ট তুমি পাও না
তুমি মাঝে মাঝে মেঘ হয়ে যাও বরং।
চায়ের কাপে তখন জল এসে পড়ে
ফ্যাকাসে হয় পটভূমি
আর কে যেন অহরহ পাথর ভেঙে ভেঙে নীল রঙ খোঁজে তোমাকে সাজাবে বলে আবার।
আর যদি আপত্তি কর এই একঘেয়ে উপমায়
বল নীল তোমার প্রিয় রঙ নয়,
উ লাভ ব্ল্যাক উইথ আ ড্যাশ অফ ইয়েলো
বলব তুমি পূর্ণিমার চাঁদের মতই গোপন
যে দেখেছে সে নিজের মত করেই দেখেছে
কেউ জানে না ওই হাসিখুশি চাঁদটা
ভাল আছে কিনা।
তুমি আকাশ নও
তবু আমি জানালা খুললে তোমাকেই স্পর্শ করি।
এই লেখাটা শেয়ার করুন