নষ্ট নদীর জল
অসম্ভব এই নদীটির পিতা ছিলাম আমিই
স্বচ্ছ নদী জল স্পষ্ট ও ঋজু ছিল একদিন
মোড়লদের সঙ্গে মহীরুহগুলো
কাটলাম আমিই।
মোড়লদের সঙ্গে বাতাস অশুদ্ধ-আমিই।
নদীর আর দোষ কি বল
আমার মতো পিতা পেলে,
সামান্য বেঁচে যাওয়া নদীজলে
প্রতিমা বিসর্জন হয়।
মৃত পশুর সঙ্গে মিশে যায় কন্যাশিশুর ভ্রূণ
নদীতে প্লাস্টিকের কত ঘৃণা জমে গেছে
বাপরে,
জল গেল কই ?
একদিন আমি যার পিতা ছিলাম
তার জল গেল কই ?
এই লেখাটা শেয়ার করুন