কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন এপ্রিল-মে-জুন ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কৃত্তিবাস চক্রবর্তীর কবিতা

জীবনওয়ালা


সোজা পথে চলতে চলতে হঠাৎ একটু বেঁকে

দীর্ঘকালের চেনা পথের অনেকখানিই এঁকে

হেই জীবনওয়ালা, হোঁচট খেলে? সামলে, একটু দেখে!

বাকি ছিল তোমায় দেখার, একটুখানি চেখে

হেই জীবনওয়ালা!


তোমায় আমি বাঁশ দিয়েছি? মই দিয়েছি ধানে?

পথ ভুলে শ্লা আমার গেটে নক্ করছ, মানে!

হিসেবনিকেশ এতই দ্রুত গুলিয়ে খেলে শেষে?

আজকাল কি মাল খাচ্ছ? বলো ঝেড়ে-কেশে

হেই জীবনওয়ালা!


ভরদুপুরের একটু পরে, গোধূলি না যেতেই

মারছ উঁকি খিড়কি দিয়ে চোখের ভ্রূকুটিতে

ভিড়ের আকাশ, ট্র্যাফিক জ্যামে আটকে আমার তারা

যে তারা তার চোখের আলোয় পথ দেখিয়ে নেবে

এলেই আমি পা বাড়াব মুহূর্ত না ভেবে

প্লি-ই-জ জীবনবাবু!


তুমি তো ভাই মরণের পুত, জন্ম তোমার মা

এত বড়ো দুই সত্যের গর্ভঘরে থেকেও

একী তোমার ভ্রমের মতি, চলাফেরা মেকি।

কালকে ভোরে তোমায় যেন এই ঘাটে না দেখি –

হেই-ই-ই জীবনওয়ালা!


HOME

এই লেখাটা শেয়ার করুন