ফিরছি
ফিরছি, ফিরে যেতে চাইছে মন
ভোরে হাঁটা সঙ্গে কসরৎ
আসবে রাত, কথা হবে মোবাইলে
সঙ্গে চা আর ওমলেট জমিয়ে
খাওয়া, তোমার শাড়ি
আঁচলে চাবি, আমি ভুলি
জগৎ জোড়া খ্যাতি, বর্ষাকাল
তুমি এসো
ঘুরে ফিরে ব্যালকনিতে দাঁড়াই
জল
আসি বললে, রোজ কলতলায়
ঝগড়া, টেলারিং শপে প্রথম
দেখ, সামনে ময়দান আর
ঝালমুড়ি, বিকেল হলে
জমিয়ে খেলা
মজেছি পানপরাগে, শুনছি
পুলিশ বাসের হর্ন, সামান্য বৃষ্টিতেই
রাস্তা কাদা, তাকে দাও ফ্রিজে রাখা মিষ্টি আর
এক বোতল ঠান্ডা জল
এই লেখাটা শেয়ার করুন