উপলব্ধি
ঘৃণা কোরো না, ওতে ভোলা যায় না।
বরং গঙ্গার ঘাটে চলো
রাতগুলি গুটিয়ে নাও গোড়ালির ওপর,
ছোট ছোট ঢেউ চুমো দিক পায়ের পাতায়।
এবার বলোতো, কিসের ঘৃণা ?
না পাওয়ার ? পেয়েছিলে তো !
হারিয়ে ফেলার ? স্বেচ্ছায় তো !
অসুখী থাকার ?
পায়ের পাতায় এসে জড়াবে একটুকরো কচুরিপানা,
যত্ন করে তোলো।
আগাছা সরিয়ে আদর করে কোলে রাখো,
পড়ন্ত বিকেলের কমলা আলোয় তাকাও, ভাসিয়ে দাও ওকে
কোলের থেকে। বিসর্জন...
অনুভূতিটা রয়ে গেলো, ভালোলাগার।
পরেরবার তা বলে আগাছা হয়ো না, একসাথে ভাসার আশায় !
দু-পিঠে
এসো একটু অন্যভাবে খেলি।
এই ক'বছরে বেশ মাখামাখি হলো,
হাতের কাছে যা যা পেয়েছি, হাতড়ে মাখিয়েছি...
চড়, থাপ্পড়, স্পর্শ, আদর, লোভী লালা, চুমো, সিঁদুর !
এবার একটু কাদা মাখানো যাক।
একটা সাদা কাগজ দিলাম তোমায়, শর্ত
দু পিঠে দুজনে বিপরীতধর্মী শব্দ লিখবো।
তুমি লিখলে 'ঘেন্না'...
SHARE THIS PAGE!