কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

উৎস রায় চৌধুরীর দু'টি কবিতা 

বিসংবাদ 


যে হাতে রন্ধ্র খুঁজে আলাপ

তার নির্যাস ধরে রাখি

পাখনা উদাস হও মাঝি

আমি যাপন দুখে থাকি


আমি রেখাপাত হাসি

নাচে পতন আর বিলাপ

খুশবন্তের মতো ঘুম আসে

বাহার শুয়ে মোচড় খেলা করে

পাষন্ডের বেড়াজালে



কিন্তু 


কোনো এক ভ্রম লেগে থাকে সাদা

অস্পষ্ট প্রেমের মতো সারা শরীর এক

ভুলে ভুলে এক হয় নর্মদা জীবন

পাখালি চরে পড়ে থাকে সুখ

তুমি জানতে চেয়ো না মেয়ে


রাধা শব্দটির ঘ্রাণ নিয়ে বসে

একাই কালো জলের দিকে তাকাই

নিজের অন্য মুখ ভেসে ওঠে আজ

সুরে নেমে আসে শুকনো চর, বাতাস

মাখতে মাখাতে শেষ হয়ে যায়

আমার এক যুগ, এক জীবন 


HOME

SHARE THIS PAGE!