কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বনানী ভট্টাচার্যের দু'টি কবিতা 

একাকী


সন্ধ্যার আহ্বান 

এক রুপালি চাদরে  

খোলা মাঠে, সবুজ ঘাসের আদরে 

চাঁদটাকে ছুঁলাম দুহাত বাড়িয়ে...

 

দিতে পারো আমার পরিচয় ?


আজ তবে ভালোবাসবো একাকী, 

তুমিও স্বীকার ক'রো একদিন 

রেখে যেও তমসুক

শুধুই মোহ নয়

আমিই তোমার প্রথম, আমিই শেষ 

ভালোবাসা.....



অযাচিত


স্বপ্ন খুঁজেছিল মেয়েটি ওই ছেলেটির দুই চোখে 

জানতোনা রূপকথা হারিয়ে যেতে পারে

গল্পের শুরুতেই 

নতুন ক'রে একটা পথ আলোকিত করতে 

কেটে যাবে এতটা সময় 

নিভে যাবে অনেক মোমবাতি 

নাগরিক কোলাহল আর অযাচিত হৃদয়ের উত্তাপে 

ফুরিয়ে যাবে শেষ অশ্রুবিন্দুটিও 

সবাই কি প্রাণ দিয়ে ভালোবাসতে জানে !!!!


HOME

SHARE THIS PAGE!