অণুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

টেলিফোনে একদিন
বিমলেন্দ্র চক্রবর্তী

-- কথা দিয়েছিলে চিঠি লেখা চলবে, কথা রাখনি।

-- তার জন্যে কষ্ট পেয়েছি।

-- আমি কিন্তু হেসেছি খুব।

-- আমার কষ্টে তুমি হাসলে কেন ?

-- ঠিকানা দাওনি বলে।

-- ঠিকানা ছাড়া কি চিঠি লেখা যায় না?

-- যায়।

-- তবে, লিখলে না কেন ?

-- লিখে ছিঁড়ে ফেলে দিয়েছি সব।

-- ছিঁড়ে ফেললে কেন ? যা লেখা হয়েছিল, সে তো আমার।

-- জানি, কিন্তু সাহিত্য হয়নি যে!

-- ও, তোমার তো আবার সাহিত্য হতে হবে।

-- আচ্ছা, তোমাদের সেই পুরোনো ঘরটা আছে ?

-- কোনটা ?

-- ঐ লাল টিনের ঘরটা। যেখানে উদাসী হাওয়ায় জানালার পাশে বসে তুমি চাঁদ ধরতে। চিঠি লিখে শব্দগুলো ছড়িয়ে দিতে জোছনায়।

-- সবই অদলবদল হয়ে গেছে।

-- কার ?

-- আমাদের।

-- তাহলে এখন কি তুমি মাটির গান শোনো না। স্নান কর না জোছনায়। ডাকবাক্সের তালা খুলে উড়তে দেখ না পাখির পালক।

-- আমার তো সেই ফ্ল্যাটবাড়ি। পা বাড়ালেই লিফট। লিফট থেকে গাড়ি, গাড়ি থেকে সোজা অফিস, জানালা বন্ধ, এসি চলছে।

-- বাব্বা, বেশ বড়ো পদে আছ। কাজেকম্মে অহংকারে খুব ব্যস্ত থাক বুঝি ?

-- নিজের মধ্যেই থাকি, বেরুতে পারি না, তবুও মাঝে মাঝে কাজের ফাঁকে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে। 

-- আমাকে! দেখতে ইচ্ছে করে তোমার? তখন কী কর তুমি?

-- মোবাইল খুলে নামটা একটু দেখে নেই। অদ্ভুত নাম তো! সব্বাই ভুল করে।

-- তোমারও ?

-- না, আমার ভুল হয় না।

-- হ্যালো, যাঃ, লাইনটাই কেটে গেল।

-- হ্যালো।

-- খুব বৃষ্টি হচ্ছে। নদীটা কেমন হাসছে দেখো।

-- হ্যালো হ্যালো...

-- একটা নৌকো ভাটির টানে সাগরের দিকে এগোচ্ছে।

-- হ্যালো, শুনতে পাচ্ছো...

-- দেখো, কচুরিপানার ফুল কি সুন্দর ময়ূরের পাখা লাগিয়ে উড়ছে। ‘কৃষ্ণকলি তোমায় বলি’ গানটা একটু শোনাবে ?

-- কৃষ্ণকলিকে মনে পড়ে তোমার?

-- পড়বে না মানে?

-- কালো বলে ভীষণ মনখারাপ লাগত। তাই আমি তারাশংকরের কবি পড়তে বলেছিলাম। ‘কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে’। মনে আছে ? 

-- মনে থাকবেনা মানে ? ভালোবাসা কখনো কি হাতবদল হয় নাকি ?

-- এ-কথা তুমি বিশ্বাস করো ?

-- করি। প্রথম প্রেম, না থাক --  

-- হ্যালো হ্যালো , যাঃ আবার লাইনটা কেটে গেল।

-- হ্যালো, এখন কিন্তু তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি।

-- হ্যালো, তোমার কথা শুনতে ইচ্ছে করছে খুব।

-- হ্যালো...

-- ওফ্‌! নেটওয়ার্ক বিজি...

-- হ্যালো। হ্যালো।


HOME

SHARE THIS PAGE!